ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে হত্যার অভিযোগ জাতিসংঘের

জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনের নামে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী নির্বাচারে শত শত মানুষকে হত্যা করেছে। তারা দরিদ্র এলাকাগুলোতে গিয়ে তরুণদের গুলি করে। এসব তরুণের বেশিরভাগই নিজ বাসস্থানে হত্যার শিকার হয়েছে। জেইদ রাদ আল হুসেইন মন্তব্য করেছেন, দেশটিতে ‘আইনের শাসন’ বলতে আর কিছু অবশিষ্ট নেই। ভেনেজুয়েলা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে আগেই ‘অসত্য’ আখ্যা দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। ভেনেজুয়েলায় যেমন দেখা দিয়েছে উচ্চমাত্রার মূল্যস্ফীতি তেমনি রয়েছে খাদ্যাভাব। বিরোধীরা নির্বাচন বর্জন করলে গত বছরের মে মাসে মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।_98672595_gettyimages-827017590

গত বছর সরকার বিরোধী আন্দোলনকারীদের অনেকেকে সংঘর্ষের সময় হত্যা করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সন্ত্রাস দমনের নামে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ২০১৫ আসলের জুলাই মাস থেকে ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় ৫০০ জন ভেনেজুয়েলীয় নাগরিককে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব সংখ্যা দেখিয়ে নিরাপত্তা বাহিনী প্রমাণ করতে চায়, তারা সন্ত্রাস দমনে সফলতা পেয়েছে। অথচ তাদের বিরুদ্ধে অবৈধ দ্রব্য রেখে দিয়ে ভুক্তভোগীকে ফাঁসানোর অভিযোগ রয়েছে। তারা নিহতদের মৃত্যুর কারণ হিসেবে বন্দুকযুদ্ধের অজুহাত দেখান। ওই কর্মকর্তাদের দায় মুক্তি আইনের সুরক্ষা আছে।

জেইদ রাদ আল হুসেইন ভেনেজুয়েলায় সরকারি বাহিনীর দ্বারা ঘটা এসব হত্যাকাণ্ড খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ওই সব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়া যেতে পারে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার অনুসন্ধানী সদস্যসদের ভেনেজুয়েলায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা ভুক্তভোগী ও তাদের স্বজনদের সাক্ষাৎকার থেকে এসব তথ্য জেনেছেন। কিছু তথ্য-প্রমাণ এসেছে সাবেক এটরনি জেনারেল লিসা ওরতেগার কাছ থেকে। গত বছর মাদুরো চাকরিচ্যুত করলে তিনি নির্বাসনে চলে যান।

কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্যপদ ত্যাগ করেছে। এর আগে তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যার্থ হওয়ার অভিযোগ করেছিল সংস্থাটির বিরুদ্ধে। জেইদ রাদ আল হুসেইন অভিযোগ করে বলেছেন, ভেনেজুয়েলা সংকটের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে।