মেক্সিকোয় সেনা-বেসামরিক বন্দুকযুদ্ধে নিহত ১৫

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে নিরাপত্তাবাহিনী ও সশস্ত্র বেসামরিক নাগরিকদের মধ্যে বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। রাজ্যটির সরকারি নিরাপত্তাবাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ জানান, ইগুয়ালা শহরের কাছে তেপোচিকা পৌর এলাকায় বন্দুকযুদ্ধে ১৪ বেসামরিক ও ১ সেনা সদস্য নিহত হয়েছে।

1920

এই ইগুয়ালা শহরেই ২০১৪ সালে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। একদিন পূর্বে প্রতিবেশী মিশোকান রাজ্যে সন্দেহভাজন অপরাধচক্র ১৩ পুলিশ সদস্যকে হত্যা করে। মিশোকান ও গুয়েইরেরো রাজ্য মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা।

মেক্সিকোর বামপন্থী প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর পুলিশ নিহতের ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি মাদক সহিংসতা দমনে নিজের কৌশল সঠিক বলে দাবি করেছেন।

২০০৬ সালে মাদক চক্রের সঙ্গে লড়াইয়ের জন্য সরকার সেনাবাহিনী মোতায়েন করে।

এক সংবাদ সম্মেলনে লোপেজ ওব্রাডোর বলেন, আমরা আমাদের কৌশল নিয়ে এগিয়ে যাব। আমি আশাবাদী। আমি আশা করি দেশে আমরা শান্তি অর্জন করব। এটি একটি প্রক্রিয়া। আমরা এগিয়ে যাচ্ছি।