বলিভিয়ায় বিরোধীদের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ মোরালেসের

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস অভিযোগ করেছেন, বিরোধী রাজনীতিক নেতা ও বিদেশি শক্তিরা তার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছে। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন রবিবার অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি নির্বাচনের ফল নিয়ে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

3500

চতুর্থ বারের মতো ক্ষমতায় থাকতে মোরালেসের ৪০ শতাংশ ভোট ও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১০ পয়েন্ট ব্যবধান থাকতে হবে। বুধবার পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। প্রাপ্ত সরকারি ফলাফলে মোরালেস ৪৬ দশমিক ৪৯ শতাংশ ভোট এবং সাড়ে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মোরালেস বলেন, এটি অভ্যুত্থান চেষ্টা চলছে। আন্তর্জাতিক সমর্থনে এই অভ্যুত্থান চেষ্টা করছে ডানপন্থীরা।

রবিবার রাতেই মোরালেস নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছেন। গ্রামীণ অঞ্চলের ভোট তিনি পাবেন বলেও আশা করছিলেন।

কিন্তু বুধবার অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস জানিয়েছে, মোরালেস দশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফা ভোট হওয়া উচিত।

আন্তর্জাতিক বিশ্লেষকরা ভোট গণনায় বিলম্বের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার রাতে ভোট গণনা বন্ধ হওয়ার পর সোমবার তা পুনরায় শুরু হয়। বিরোধীরা মোরালেসের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন।

এক ভিডিও বার্তায় প্রতিদ্বন্দ্বী মেসা বলেছেন, জালিয়াতির ফল তারা মেনে নেবে না। দ্বিতীয় ধাপের ভোট আয়োজন নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে এরই মধ্যে বলিভিয়ায় সহিংসতা শুরু হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং আটটি আঞ্চলিক শহরে নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।