ভেনেজুয়েলার কূটনীতিকদের বহিষ্কার করলো এল সালভাদর

ভেনিজুয়েলার কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে এল সালভাদর। এর মধ্যদিয়ে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ ঘোষণাকারী দেশগুলোর কাতারে শামিল হলো দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

noname  

ভেনিজুয়েলার জাতীয় পরিষদের স্পিকার হুয়ান গুইদোকে বিশ্বের ৫০টিরও বেশি দেশ কারাকাসের বৈধ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ এই স্বীকৃতি দিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকিলি।

আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বুকেলে বলেন, তিনি কারাকাসের সঙ্গে দূরত্ব কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবেন ।

রবিবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এল সালভাদর সরকার নিকোলাস মাদুরো সরকারের কূটনীতিকদের বহিষ্কার করেছে।

দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, গুইদোর নিয়োগকৃত প্রতিনিধিদের ভেনেজুয়েলার কূটনীতিক হিসেব গ্রহণ করবে এল সালভাদর।

এদিকে এ সিদ্ধান্তের উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোনাল্ড জনসন। তিনি বলেন, ইতিহাসের সঠিক পথে এল সালভাদরের থাকার বিষয়টি নিশ্চিত করায় আমরা প্রেসিডেন্ট নায়িব বাকেলের প্রশংসা করছি।

মাদুরোর বামপন্থী সরকারবিরোধী নেতাদের কারারুদ্ধ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাদের ওপর অত্যাচার চালানোরও অভিযোগ রয়েছে মাদুরো সরকারের বিরুদ্ধে। তবে মাদুরো সরকার এখনও জাতিসংঘ, রাশিয়া ও চীনের কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়ে আসছে।