কিউবায় বিরল বিক্ষোভ

কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাজধানী হাভানাসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা স্বাধীনতা, গণতন্ত্র এবং করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের দাবিতে স্লোগান দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কমিউনিস্ট শাসিত কিউবায় যে কোনও বিক্ষোভই বিরল ঘটনা। আর এবারের বিক্ষোভটি হয়েছে দেশটিতে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণের সময়। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। বিক্ষোভের পাশাপাশি রাজধানী হাভানায় মিছিল করেছে কিউবার কমিউনিস্ট শাসকের সমর্থকেরাও।

সরকার বিরোধীরা বলছেন, গত ৩০ বছরের মধ্যে এটাই কিউবায় সবচেয়ে বড় বিক্ষোভ। হাভানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে স্যান অ্যান্টোনিও ডে লস ব্যানোসের এক বিক্ষোভকারী বলেন, মানুষ বিদ্যুৎ এবং খাবার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ।

বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল বলেছেন, ‘জ্বালানি পরিস্থিতি কিছু প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মনে হচ্ছে।’ তবে ব্যাপক বিক্ষোভের জন্য তিনি ‘যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবান মাফিয়াদের’ দায়ী করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘আবদালা’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কিউবা।