আবে হত্যায় ‘ক্ষুব্ধ’ বলসোনারো, ব্রাজিলে ৩ দিনের শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহতের ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। একই সঙ্গে শুক্রবার তিনি নির্দেশ দিয়েছেন ব্রাজিলে তিন দিনের জাতীয় শোক পালন করার জন্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার একটি নির্বাচনি প্রচারণায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিনজো অ্যাবে।

বলসোনারো আবেকে ‘একজন অসাধারণ নেতা এবং ব্রাজিলের বড় বন্ধু’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আবের সঙ্গে একটি ছবিও তিনি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘এমন অন্যায্য নৃশংসার গুরুতর শাস্তি হওয়া উচিত’।

২০১৯ সালে ক্ষমতায় আসার পর বেশ কয়েক বার শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন বলসোনারো। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় জাপানের ওসাকাতে জি-২০ সম্মেলনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই একই বছর তিনি পুনরায় জাপান সফর করেন।

বলসোনারো লিখেছেন, আমরা জাপানের পাশে আছি।

উল্লেখ্য, জাপানের বাইরে বিশ্বের বৃহত্তম জাপানি জনসংখ্যা ব্রাজিলে বসবাস করে।