ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) নিকারাগুয়ার কংগ্রেসে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে মধ্য আমেরিকার এই দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তির সাথে মিল রেখে নিকারাগুয়াকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব পাস করেছিল দেশটির কংগ্রেস। এর পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা এল।

এ বিষয়ে নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংঘাত এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সিরিয়া,ইয়েমেন এবং ইরানের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তবে ২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোভে ওর্তেগা কঠোর দমন-পীড়ন চালানোর পর থেকে নিকারাগুয়া ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ওই দমন-পীড়নে অন্তত ৩০০ জনের প্রাণহানি ঘটে।

গত মে মাসে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।