সংসদ ভেঙে দিলেন কুয়েতের আমির

nonameকুয়েতের আমি শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ আগাম নির্বাচনের জন্য দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। রবিবার এক ডিক্রির মাধ্যমে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা সরকারের একটি জরুরি বৈঠকের পর এ খবর জানিয়েছে।

দেশটির সংসদের স্পিকার মারজৌক আল-ঘানেম নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আগাম নির্বাচনের আহ্বান জানানোর ২৪ ঘণ্টার মধ্যে  সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসল।

কুয়েতের সংবিধান অনুসারে, সংসদ ভেঙে দেওয়ার দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েতে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। ভূমধ্যসাগরে সৌদি আরব, ইরাক ও ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে কুয়েত। ১৭৫০ সাল থেকে কুয়েত শাসন করে আসছে আল-সাবাহ রাজবংশ। সূত্র: আল-জাজিরা।

/এএ/