বাহরাইনে কারাগারে হামলা চালিয়ে কয়েদিদের মুক্ত করলো বন্দুকধারীরা

_83262913_bahrain8বাইরাইনের একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে কয়েদিদের মুক্ত করেছে। এসব কয়েদিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে কারাভোগ করছিল। রবিবার এ হামলার ঘটনা ঘটে। কতজন কয়েদি পালিয়ে গেছে তার সংখ্যা জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী মানামার দক্ষিণে জো কারাগারে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে কয়েদিদের গ্রেফতার করতে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দুকধারীর হামলায় এক পুলিশ নিহত হয়েছেন।

২০১১ সালের ফেব্রুয়ারি থেকেই বাইরাইনে একের পর এক বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সুন্নি মুসলিম শাসকগোষ্ঠীর বৈষম্যের প্রতিবাদে এসব বিক্ষোভ করছেন দেশটির সংখ্যাগরিষ্ট শিয়া মুসলিমরা। সূত্র: বিবিসি।

/এএ/