মসুলের গুরুত্বপূর্ণ সেতু উদ্ধার করেছে ইরাকি বাহিনী

মসুলের উদ্ধার করা সেতুমসুলের ধ্বংস হওয়া একটি সেতু পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। গত সোমবার দখলে নেওয়া এ সেতুটি টাইগ্রিস নদীর দুই প্রান্তের বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়াবে মনে করছে তারা। অবশ্য এরই মধ্যে ওই সেতু ব্যবহার করে আইএসের হাত থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ স্থানে চলে গেছে।

মার্কিন সমর্থিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জনবহুল এ পশ্চিমের শহরে বেশ এগিয়ে গেছে। রাস্তায় কঠিন লড়াইকে মোকাবিলা করে তারা মসুলের দক্ষিণাঞ্চলের ওই সেতু দখলে নেওয়ার ঘোষণা দেয়।

সেতুটি সংস্কার করা হলে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরবরাহের কাজ আরও সুবিধাজনক হবে মনে করছে সেনাবাহিনী।

প্রায় ১০০ দিনের লড়াই শেষে গত জানুয়ারিতে পূর্ব মসুল দখলে নেয় ইরাকি বাহিনী। এর পর টাইগ্রিসের মসুলের পশ্চিমে অবস্থিত স্থানে এক সপ্তাহ আগে আক্রমণ শুরু করে তারা।

সেতু দিয়ে পার হওয়া হাজারখানেক বেসামরিক নাগরিকরা সোমবার সকালেই কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) ক্লিনিকে পৌঁছায়। মরুভূমিতে অন্তত এক ঘণ্টা হেটে সরকার নিয়ন্ত্রিত এলাকায় পা রাখে তারা। একই সঙ্গে তারা আইএসের সদস্য যে নয় এটাও নিশ্চিতে পরীক্ষা দিতে হয় তাদের।

/এফএইচএম/