ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন এরদোয়ান

এরদোয়ান ও ট্রাম্পতুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতা প্রথমবারের মতো হোয়াইট হাউসে এ বৈঠকে মিলিত হবেন। এরদোয়ানের ১৬-১৭ মে যুক্তরাষ্ট্র সফরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

২৮টি পশ্চিমা রাষ্ট্রের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর সম্মেলন মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন আগেই এই দুই নেতা বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও এরদোয়ান উভয়েই ব্রাসেলসের অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দেবেন।

সংবিধান সংশোধনের পক্ষে তুরস্কের ঐতিহাসিক গণভোটে জয় পেয়েছেন এরদোয়ান। প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির এই গণভোটে  জয় পাওয়ার পর একমাত্র পশ্চিমা রাষ্ট্রের প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

অনেকেই মনে করছেন, তুরস্কে ট্রাম্প অর্গানাইজেশনের বাণিজ্য সেখানে ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ। ফলে ট্রাম্প এরদোয়ানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ২০১২ সালে ইস্তানবুলে ট্রাম্প টাওয়ার নির্মাণ করেছে।

ওই সময় ট্রাম্প টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এরদোয়ান। তখন ট্রাম্পের মেয়ে ইভানকাও টুইটারে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছিলেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/