ইরাকে বিমান হামলায় পিকেকে’র ১৪ সদস্য নিহত: তুর্কি সেনাবাহিনী

পিকেকে যোদ্ধাইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র ১৪ সদস্যকে হত্যার দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী একথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, সিনাত-হাফতান এলাকায় বিমান হামলায় ছয় জঙ্গি নিহত হয়েছে। আদিয়ামান এলাকায় পৃথক দুটি বিমান হামলায় ৮ কুর্দি জঙ্গি নিহত হয়েছে।

তিন দশক ধরে পিকেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। তুর্কি সীমান্তের কাছে ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের ঘাঁটি রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে ও সিরীয়-কুর্দিদের জোট ওয়াইপিজিকে লক্ষ্য হামলা শুরু করেছে। সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ওয়াইপিজি। সূত্র: রয়টার্স।

/এএ/