ইরাকে আইএস’র হাতে আটক ৩৬ ইয়াজিদি ‘ক্রীতদাস’ মুক্ত

_95846866_gettyimages-669956206ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে প্রায় তিন বছর ক্রীতদাস হিসেবে আটক থাকা ৩৬ জন ইয়াজিদিকে মুক্ত করা হয়েছে। রবিবার ইরাকের অবস্থিত জাতিংঘের কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মুক্ত করা ৩৬ জনের দলটির মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে। তাদেরকে কুর্দি-প্রধান উত্তর ইরাকের দোহুকে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

মুক্ত হওয়া ইয়াজিদিদের আটকের পর আইএস তাদের দাস হিসেবে ব্যবহার করত। যৌন নির্যাতনও চালানো হতো বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কিভাবে মুক্ত করা হয়েছে তা বিস্তারিত জানায়নি জাতিসংঘ।

সংস্থাটির মতে, ৩৬ জনকে মুক্ত করা হলেো এখনও আইএসের হাতে আরও প্রায় ১৫শ’ নারী ও শিশু আটক আছে। ইয়াজিদিরা  খ্রিস্টান ধর্মালম্বী।

ইরাকে ২০১৪ সালে যখন আইএস দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তখন তারা সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বহু লোককে হত্যা ও বন্দি করে। সূত্র: বিবিসি।
/এএ/