মিসরের সঙ্গে এলএনজি চুক্তি বাতিল করেছে কাতার

মিসরের সঙ্গে স্বাক্ষরিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির চুক্তি বাতিল করেছে কাতার। এ চুক্তিতে থাকা তৃতীয় পক্ষের বেশ কয়েকটি অনুরোধের পর কাতার চুক্তিটি বাতিল করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

s3.reutersmedia.net

বিশ্বের শীর্ষ এলএনজি উৎপাদনকারী দেশ কাতার। মিসরের ৬০ শতাংশ এলএনজি কাতার সরবরাহ করে। কিন্তু জুন মাসের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে মিসরের এলএনজি সরবরাহ সংকটে পড়ে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিসরের সঙ্গে কাতারের এলএনজি চুক্তি বাতিলের ফলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি বাণিজ্য কমে যেতে পারে। জুন মাস থেকে অন্তত দুটি কোম্পানির কাতার থেকে মিসরগামী এলএনজির চালান কোনও কারণ দর্শানো ছাড়াই বাতিল করা হয়েছে।

কাতারের এ অবস্থান অবরোধ আরোপের পাল্টা পদক্ষেপ হতে পারে। একই সঙ্গে কাতার মিসরের চেয়ে ইউরোপের দেশগুলোতে এলএনজি রফতানিতে আগ্রহী হয়ে উঠেছে।

কাতার পেট্রোলিয়ামের মুখপাত্র মিসরের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কাতারের এলএনজি বাণিজ্য আগের মতোই স্বাভাবিক রয়েছে। সবপক্ষের সঙ্গে সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতির প্রতি আমরা শ্রদ্ধাশীল আছি ও থাকব।

রয়টার্সের পক্ষ থেকে মিসরের রাষ্ট্রীয় কোম্পানি ইজিপসিয়ান ন্যাচারাল গ্যাস হোল্ডিংয়ের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। সূত্র: রয়টার্স।

/এএ/