যুদ্ধে জয় আসেনি তবে পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: আসাদ

assad_2498342bসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদ্রোহীদের এখনও পরাজিত করা যায়নি, যুদ্ধ এখনও চলছে। তবে তাকে ক্ষমতা থেকে উৎখাত করার পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা বলেছেন তিনি।

আসাদ বলেছেন, সাড়ে ছয় বছর ধরে চলমান গৃহযুদ্ধে জয়ের ইঙ্গিত থাকলেও এখনও যুদ্ধ চলছে। যেদিকে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাতে আমরা জয়ের বিষয়ে কথা বলতে পারি।

এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ভাষণে দেননি সিরীয় প্রেসিডেন্ট।

আসাদ জানান, গৃহযুদ্ধে রাশিয়া, ইরান ও লেবাননের হেজবুল্লাহ সহযোগিতায় এগিয়ে আসার কারণে যুদ্ধক্ষেত্রে জয় ও যুদ্ধে বোঝা বহন সিরিয়ার জন্য সহজ হয়েছে। তিনি বলেন, তাদের সরাসরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার কারণে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এর ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা গেছে।

সিরীয় প্রেসিডেন্ট জানান, রাশিয়ার মধ্যস্ততায় আঞ্চলিক অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন তিনি। এতে সিরিয়ার স্বার্থ রক্ষিত হবে।

/এএ/