সীমান্তে আইএসবিরোধী অভিযান স্থগিত করলো সিরিয়া-লেবানন

সীমান্তে লেবানন ও সিরিয়ার সরকারি বাহিনী এবং হেজবুল্লাহ পৃথকভাবে ইসলামিক স্টেট (আইএস)-র বিরুদ্ধে অভিযান স্থগিত করেছে।

6e318b50a57a4c1c915fefaf9eeee2b9_18

রবিবার সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে এই অস্ত্রবিরতি শুরু হয়। লেবাননের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসের হাতে বন্দি থাকা লেবাননি সেনাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এই অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।

বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, অস্ত্রবিরতির ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ কয়েক দিন আগেই লেবাননের সেনাবাহিনী আইএস যোদ্ধাদের উৎখাতে বেশ আত্মবিশ্বাসী ছিল। এখন এই অস্ত্রবিরতির মধ্য দিয়ে লেবানন নিজেদের সেনাদের ব্যাপারে চিন্তিত বলেই বাতা দিচ্ছে। লেবানন চেষ্টা করছে যতদ্রুত সম্ভব নিজেদের সেনাদের মুক্ত করতে।

আইএসের হাতে লেবাননের ৯ সেনা বন্দি রয়েছে। তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

লেবাননের অস্ত্রবিরতি ঘোষণার পরেই হেজবুল্লাহ ও সিরীয় সেনাবাহিনীও একই ধরনের ঘোষণা দেয়। এই দুই গোষ্ঠীর অস্ত্রবিরতিও একই সময়ে কার্যকর হয়।

হেজবুল্লাহ’র সামরিক মিডিয়া শাখা জানিয়েছে, পশ্চিম কালামউনে আইএসবিরোধী যুদ্ধে পূর্ণ চুক্তির অধীনে এই অস্ত্রবিরতি শুরু হয়েছে। সূত্র: আল জাজিরা।