সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত অন্তত ১২০

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার পূর্বাঞ্চল দেইর আজ জোর প্রদেশে রুশ বিমান হামলায় বিদেশি ভাড়াটে যোদ্ধা ও ইসলামিক স্টেট (আইএস)-এর অন্তত ১২০ জন সদস্য নিহত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

8569621106db484199b4bb6c04b42494_18

রুশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দেইর আজ জোর প্রদেশের আল-মায়াদিন এলাকায় একটি কমান্ড পোস্টে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮০ জন আইএস সদস্য নিহত হয়েছে। আর একই প্রদেশের সীমান্ত শহর আল বুকামালে আরও ৪০ যোদ্ধা নিহত হয়েছে।

প্রতিবেশী দেশ ইরাক থেকে পালিয়ে আল বুকামাল শহরে আশ্রয় নেওয়া অনেক বিদেশি ভাড়াটে যোদ্ধা রুশ অভিযানে নিহত হয় বলে জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার মতে, এসব বিদেশি যোদ্ধাদের অনেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, তিউনিশিয়া এবং মিসরের নাগরিক।

সিরিয়ায় অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে আসছে রাশিয়া। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাশিয়ার বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও ছিল। সূত্র: আল জাজিরা।