গ্রেফতারকৃতদের ৯৫ শতাংশই অর্থের বিনিময়ে মুক্তি পেতে প্রস্তুত: সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, দুর্নীতি দমন অভিযানে গ্রেফতারকৃতদের ৯৫ শতাংশ মুক্তি পেতে সমঝোতা করতে রাজি হয়েছেন এবং রাষ্ট্রীয় অর্থ ফেরত দেবেন। এ অর্থের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ এই তথ্য জানিয়েছেন।

অর্থের বিনিময়ে মুক্তি পাচ্ছেন সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। প্রতীকি কার্টুনটি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে যুবরাজ জানান, গ্রেফতারকৃতদের মাত্র ১ শতাংশ নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে। চার শতাংশ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আদালতের দ্বারস্থ হওয়া ইচ্ছে প্রকাশ করেছেন।

৪ নভেম্বর যুবরাজ সালমানের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে এখন পর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী রয়েছেন। গ্রেফতারকৃতদের তালিকায় দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাও রয়েছেন। তাদের রিৎজ কার্লটন হোটেলে রাখা হয়েছে।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে যুবরাজ জানান, দুর্নীতিবিরোধী অভিযানকে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াস হিসেবে দেখা হাস্যকর। আটক প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই প্রকাশ্যে তার ও সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন। তাকে রাজপরিবারের বেশিরভাগ সদস্যই সমর্থন করছেন।

সালমান বলেন, আশির দশকের পর থেকে আমাদের দেশ দুর্নীতির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বিশেষজ্ঞদের প্রাথমিক হিসাবে দেখা গেছে, সরকারি ব্যয়ের ১০ শতাংশ প্রতিবছর লোপাট হয়েছে। এতে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু নিম্নস্তরের কর্মচারীরা জড়িত।

যুবরাজ আরও বলেন, বিগত বছরগুলোতে সরকার একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণ হলো তারা শুরু করেছিলেন নিচের স্তর থেকে।

সালমান জানান, সৌদি আরবের সরকারি প্রসিকিউটরের ধারণা গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ১০ হাজার কোটি ডলার পাওয়া যাবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।