ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৮ নারী ও ২ শিশু

ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এক পরিবারের ৮ নারী ও ২ শিশু নিহত হয়েছে। স্থানীয়দের বরাত সোমবার এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

2017_11-1-Air-strikeDNj97FMXcAI-ePq

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, রবিবার সন্ধ্যায় মারিব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন দশ জন। ফেরার পথেই তাদের গাড়িতে হামলা হয়।

সৌদি জোটের মুখপাত্র এ বিষয়ে জানতে চেয়ে করা ইমেইলের কোনও জবাব দেননি।

স্থানীয়রা জানান, নিহত আট নারীই একটি পরিবারের সদস্য। এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের বয়স বা সঙ্গে আরও কেউ ভ্রমণ করছিলেন না তাও জানা যায়নি।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে অভিযান শুরু করার পর যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। জাতিসংঘের মতে এই লড়াইযে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।