সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলা শুরু

সিরিয়ার উত্তর পশ্চিমের আফরিন শহর থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_99678552_mediaitem99677903

২০১২ সাল থেকেউ আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা করছে। এসব কুর্দি যোদ্ধাদের অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।

শনিবার তুরস্কের সেনাবাহিনী আফরিন অঞ্চলে বিমান হামলার কথা নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, খবর পাওয়া যাচ্ছে তুরস্কের বিদ্রোহীদের সমর্থকরা শহরটির অভিমুখে এগিয়ে যাচ্ছে।

এর আগে কুর্দিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের হুমকি দিয়েছিল তুরস্ক। দেশটি কুর্দিদের সন্ত্রাসী হিসেবে মনে করে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সিরীয় শহর মানবিজে হামলারও হুমকি দিয়েছেন। শহরটি আফরিন থেকে ১০০ কিলোমিটার দূরে। মানবিজও কুর্দি অধ্যুষিত এলাকা।

এদিকে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ সামরিক শক্তি রাশিয়া জানিয়েছে আফরিনের সংঘাতে তারা কোনও হস্তক্ষেপ করবে না। আর সিরিয়া হুমকি দিয়েছিল যদি সামরিক অভিযান চালানো হয় তাহলে তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার।