সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাজরানে এ হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি। সৌদি আরবের সামরিক বাহিনীর এক মুখপাত্রও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে।

2017_07_26-Houthis-soldiers-in-Yemenunnamed-1

আল-মাসিরাহ’র খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছিল দূরপাল্লার এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তা ছোড়া হয়। তবে এতে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ নিয়ে হুথি বিদ্রোহীরা বেশ কয়েকবার সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি না হলেও রিয়াদ ও তেহরানের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও কারিগরি জ্ঞান দিয়ে সহযোগিতার অভিযোগ তুলেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ইরান ও হুথিরা এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।