রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে বন্দি করেছে সিরীয় বিদ্রোহীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীরা একটি রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করার পর পাইলটকে বন্দি করেছে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

676027_img650x420_img650x420_crop

মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, বিদ্রোহীদের একটি গোষ্ঠী রাশিয়ার সুখই-২৫ যুদ্ধবিমানকে গুলি ছোড়ে ভূপাতিত করে। প্যারাসুট নিয়ে পাইলট নিচে নামলে তাকে বন্দি করা হয়।

তবে বিদ্রোহীদের কোন অংশ বিমানটি ভূপাতিত করেছে তা নিশ্চিত করতে পারেননি আবদেল রহমান। অঞ্চলটিতে কট্টরপন্থী বিরোধী অংশ ও উগ্রবাদী হায়াত তাহরির আল-শাম সক্রিয় রয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।

এদিকে, ইদলিব প্রদেশটিকে যুদ্ধবিরতি অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও শনিবার সেখানে বাশারবাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেটস এই তথ্য জানিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি স্টার লেবানন।