সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় ১৮ বিদ্রোহী নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় বিদ্রোহীদের অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। বিদ্রোহীদের দাবি, তাদের উৎখাত করতে সরকারি বাহিনী বিপুল পরিমাণে সৈন্য মোতায়েন করেছে।

air-strike syria

 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নিশ্চিত করেছে, সাকবা, শেইফোউনিয়াহ ও জিসরেনসহ আশেপাশের এলাকায় সোমবারের হামলায় ১৮ জন নিহত হয়েছে। ‘হোয়াইট হেলমেট’ নামে খ্যাত ‘সিরিয়ান সিভিল ডিফেন্সের’ স্বেচ্ছাসেবীরা জানিয়েছে, পূর্ব ঘৌটাতে ৩০ জন নিহত হয়েছেন। সিরিয়ার সরকারি টিভি জানিয়েছে, বিদ্রোহীরা বেশ কিছু  রাউন্ড মর্টার ও রকেট হামলা করেছে দামেস্কের উদ্দেশে। বিদ্রোহীদের ওই হামলায় ৮ জন নিহত হয়েছেন।

বিদ্রোহীদের মোকাবেলার পাশাপাশি তুরস্কের বিরুদ্ধেও আক্রমণের প্রস্তুতি নিয়েছে সিরিয়ার সরকার। কুর্দিদের সাথে সমঝোতা করে তুরস্কের বিরুদ্ধে এগিয়ে যেতে চায় সিরিয়া। অন্যদিকে, তুরস্কও হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়া যদি কুর্দি অধ্যুষিত আফরিনে ঢোকে তাহলে সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যেকোনও সময় প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী।