গাজা সফর বাতিল করলো জাতিসংঘ প্রতিনিধি দল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে বিমান হামলা জোরালো করায় ওই অঞ্চলে একটি সফরের পরিকল্পনা বাতিল করেছেন জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই সফর শুরুর কথা ছিল। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

150718_ASH_00-6

সংস্থাটির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ সফর পরিকল্পনা বাতিল করেছেন। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতা জোরালো হওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বিগ্ন।

জাতিসংঘ দূত সতর্কতা জানিয়ে বলেন, যদি চলমান উত্তেজনা অব্যাহত থাকে আর এখনই যদি তা বন্ধ না হয় তাহলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়ে সংশ্লিষ্ট মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়বে।

গাজা সফরের সময়ে নিকোলাই ম্লাদেনভ’র গাজার শাসক গোষ্ঠী হামাসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতার সঙ্গে ইসরায়েলের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, গত বুধবার থেকে দেড় শতাধিক ফিলিস্তিনি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তারা। এসব হামলায় এক গর্ভবতী ফিলিস্তিনি নারীসহ দুই শিশু নিহত হয়েছে।