দামেস্কতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সিরিয়ার

সিরিয়ার দামেস্ক বিমানবন্দরের কাছে একটি ইসরায়েলি ক্ষেপাণস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। শনিবার এই ‘ইসরায়েলি আগ্রাসন’ প্রতিহত করা হয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

4--CONFLICT---Syria-Israel-Strike

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন ভূপাতিত করেছে।

রাজধানী দামেস্কতে একটি বড় বাণিজ্য মেলায় অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, রাতের আকাশে তারা গুলি ছোড়ার আগুনের শিখা দেখেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর নারী মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানায় না ইসরায়েল।

প্রতিবেশী সিরিয়ায় দীর্ঘ সাত বছরের গৃহযুদ্ধে ইরানের সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। ইরানকে আঞ্চলিক শত্রু হিসেবে বিবেচনা করে আসছে তেল আবিব। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গুরুত্বপূর্ণ মিত্র ইরান।

এই গৃহযুদ্ধ চলাকালে সিরিয়ায় ইরানি সেনাদের অবস্থান ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহে একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।