খাশোগিকে হত্যায় বিশেষ ব্যক্তিকে রক্ষার মানে হয় না: এরদোয়ান

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতাকে শনাক্ত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার ইস্তানবুল সফররত সৌদি আরবের চিফ প্রসিকিউটর শেখ সৌদ আল মুজেবকে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে এরদোয়ান বলেন, সত্যকে আড়াল করার প্রয়োজন নেই, বিশেষ কোনও ব্যক্তিকে রক্ষার মানে হয় না।

রজব তাইয়্যেব এরদোয়ান

তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছানির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, কনস্যুলেটের মধ্যেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাশোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তবে তাদের দাবি ছিল, জিজ্ঞাসাবাদের সময় ভুলবশত তার মৃত্যু হয়েছে। তবে শেষ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে স্বীকারোক্তি দিয়েছে। খাশোগিকে হত্যার নির্দেশ দাতা হিসেবে সৌদি আরবের যুবরাজের দিকে অভিযোগের আঙুল উঠছে।

সৌদি আরবের প্রসিকিউটরকে এরদোয়ান বলেন, কে ১৫ সদস্যকে তুরস্কে পাঠানোর নির্দেশ দিয়েছিল, সৌদি আরবের চিফ প্রসিকিউটর হিসেবে আপনাকে এই প্রশ্ন করতে হবে। তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন।

এরদোয়ান আরও বলেন, আমাদের বিষয়টি সমাধান করতে হবে। সত্য আড়াল করার কোনও প্রয়োজন নেই। বিশেষ ব্যক্তিকে রক্ষার চেষ্টার কোনও মানে  হয় না।

তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্কের প্রসিকিউটর আল মুজেবকে বলেছেন সন্দেহভাজন ১৮জনকে তুরস্কের বিচার করার জন্য। সৌদি কর্মকর্তাদের তাদের স্থানীয় সহযোগিতাকারীদের পরিচয়ও প্রকাশ করতে হবে।

আল জাজিরা’র জানিয়েছে, ৭৫ মিনিট ধরে সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটরের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুই পক্ষই নিজ নিজ জায়গায় অনড় থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি।