যুক্তরাষ্ট্রের শত্রু নয় ওপেক: আমিরাত

বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন দ্য অর্গানাইচেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বা ওপেক যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহাইল আল-মাজরুই। শনিবার আবু ধাবিতে এক শিল্প সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

LYNXNPEF0B04Z_L

আমিরাতি মন্ত্রী বলেন, আমরা এখানে একে অপরের প্রশংসা করছি, আমরা শত্রু নই।

ওপেক ও রাশিয়ার নেতৃত্বে থাকা তেল উৎপাদনকারী দেশগুলো ডিসেম্বরে তেলের উৎপাদন প্রতিদিন ১.২ মিলিয়ন ব্যারেল কমিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে। তেলের বাজারের ভারসাম্য রক্ষা করতে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর পরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প মনে করেন, উৎপাদন কমানোর ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাবে।

মাজরুই জানান, ২০১৮ সালের প্রতি ব্যারেল তেলের গড় মূল্য ছিল ৭০ ডলার। একই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-রুমহি জানান, ২০১৯ সালে প্রতি ব্যারেল তেলের দাম ৬০-৮০ ডলার থাকতে পারে।

মাজরুই মনে করেন, ১.২ মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে আনার কারণে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। এপ্রিলে নির্ধারিত বৈঠকের আগে এই বিষয়ে জরুরি ভিত্তিকে বৈঠকের কোনও প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, সবকিছু ঠিকমতোই চলছে।