সেলার পক্ষে দাঁড়ালেন ‘ওয়ান্ডার ওম্যান’, নেতানিয়াহু সরকারকে সহিষ্ণু হওয়ার পরামর্শ

ইসরায়েলে বসবাসরত অইহুদি আরব  জনগোষ্ঠীর মানুষদের অধিকারের পক্ষে কথা বলা অভিনেত্রী সেলার পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলের আরেক খ্যাতিমান অভিনেত্রী গাল গ্যাডট। কোনও মতবাদ কিংবা ধর্মীয় অবস্থানের চেয়ে ‘ভালোবাসা’কে বড় করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শান্তি ও নিরাপত্তায় সংলাপের গুরুত্বের কথা তুলে ধরে নেতানিয়াহু সরকারকে সহিষ্ণু হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, ওয়ান্ডার ওম্যান চলচিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত এই অভিনেত্রী মনে করেন, পরিচয় নির্বিশেষে যেটা দরকার, সেটা হলো সমঝোতার সংলাপ।ap17147262695450
ঘটনার শুরু একটি টেলিভিশন অনুষ্ঠান থেকে। সেখানে ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মন্তব্য করেন, বিরোধী জোটকে সরকার গঠন করতে হলে আরবদের সহায়তা নিতে হবে। তাই তাদের বিষয়ে ভোটারদের সচেতন থাকা উচিত। এর প্রতিক্রিয়ায় মডেল সেলা ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। তার ভাষ্য, আরবরাও আর সবার মতো মানুষ। তাদের অধিকার আছে।  সেখানে  ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই হয়রানিমূলক বার্তা পাঠিয়েছেন। এমন কি জবাব দিয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি লিখেছেন, ইসরায়েল সবার দেশ নয়। শুধুমাত্র ইহুদিদের দেশ
গ্যাডট শনিবারেই (০৯ মার্চ) সেলার পক্ষে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রতিবেশীকে ততটাই ভালোবাসা উচিত, যতটা আপনি নিজেকে ভালোবাসেন। ডান বা বাম বিষয় নয়। ইহুদি বা আরবীয় বিষয় নয়। ধর্মনিরপেক্ষ বা ধার্মিকতার বিষয় নয়। আসলে দরকার সংলাপ; শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সংলাপ। সেই সঙ্গে দরকার আমাদের একে অপরের প্রতি সহিষ্ণুতা।’