লিবিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করলো তিউনিসিয়া

জেনারেল খালিফা হাফতারের বাহিনী ত্রিপোলিতে হামলার প্রেক্ষিতে লিবিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তিউনিসিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

2017_3_29-Tunisian-forcesDA_wLZrXsAEjeJI

লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) নেতা খলিফা হাফতার তার বাহিনীকে রাজধানী অভিমুখে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দক্ষিণের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।  বৃহস্পতিবার রওনা দিয়েই ত্রিপোলির একশো কিলোমিটার দক্ষিণের শহর গারিয়ানের নিয়ন্ত্রণ নেয় হাফতারের এলএনএ-এর সদস্যরা। এছাড়া ২০১৪ সাল থেকে বন্ধ থাকা রাজধানীর একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও জানা যাচ্ছে। তবে এই খবর নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রতিবেশী লিবিয়াতে চলমান ঘটনার প্রেক্ষিতে মন্ত্রণালয় সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ত্রিপোলিতে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সক্রিয় রয়েছে। এই সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিদ্রোহী বাহিনী রওনা দেওয়ায় রাজধানী ত্রিপোলিতে সতর্ক অবস্থান নিয়েছে জাতিসংঘ বাহিনী।