সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ২১

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

20190623T195708Z_1_LYNXNPEF5M0UO_RTROPTP_4_YEMENSECURITY

 হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি এর আগে দাবি করেছিল, ইরান সমর্থিত গোষ্ঠীটি আবা ও জিজান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আবা বিমানবন্দরে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী হামলায় এক সিরীয় বাসিন্দা ও ২১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

তবে জিজান বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি জোটের পক্ষ থেকে।

সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভির খবরে বলা হয়েছে, একটি সন্দেহভাজন ড্রোন আবা বিমানবন্দরের পার্কিং এলাকায় আঘাত করেছে।

এর আগে এই মাসের শুরুতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৬ জন আহত হয়েছিলেন।