সমালোচনার পরও বাহরাইনে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিরোধীতার পরও তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাহরাইন। দুটি পৃথক মামলায় ওই তিন ব্যক্তিকে সাজা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

_93578237_7b7a3b07-21db-4d28-8de6-a9cc56897d75

মানবাধিকার সংগঠনগুলো তিনজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছিল। তারা হলেন, আলি মোহামেদ হাকিম আল-আরব ও আহমেদ ইসা আহমেদ ইসা আল-মালালি।

মালালি ও আরবকে ২০১৮ সালের জানুয়ারিতে গণ বিচারে দোষী সাব্যস্ত করা হয়। সম্ভাব্য বিচারিক সব আবেদনে তাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের একেবারে শেষ মুহূর্তে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যাগনেস কালামার্দও তা বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য গবেষখ লিন মালৌফ এই মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড এমনিতেই সবচেয়ে নির্মম ও অমানবিক শাস্তি। আর তা যদি হয় অবিচার তাহলে তা লজ্জাজনক।

প্রতিদ্বন্দ্বি সৌদি আরব ও ইরানের মধ্যবর্তী স্থানে ছোট দেশ বাহরাইনের অভস্থান। ২০১১ সালে শিয়া নেতৃত্বাধীন বিদ্রোহের পর সেখানে বিক্ষোভ চলছে। বাহরাইনের পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য।