ইসরায়েলি গুলিতে গাজায় দুই ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে  দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার গাজা সীমান্তে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহত দুই ব্যক্তির একজনের নাম আলি আল-আশকার (১৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। ইসরায়েলি গুলিতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের মধ্যে ইসরায়েলের ছোড়া তাজা গুলিতে আহত হয়েছেন ৩৮ জন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সেনারা সীমান্ত বেস্টনী পাহারা দিচ্ছিল। এমন সময় ৬ হাজারের বেশি বিক্ষোভকারী বেস্টনীর বিভিন্ন অংশে পেট্রোলবোমা ও বিস্ফোরক ছুড়তে শুরু করে। কয়েকজন বেস্টনী পার হয়ে যায়। এসময় সেনাবাহিনী দাঙ্গা দমনের পদক্ষেপ নেয়।

তবে ইসরায়েলি গুলিতে দুজন নিহতের বিষয়ে কোনও মন্তব্য করেননি মুখপাত্র।

গাজার ফিলিস্তিনিরা টানা ১৮ মাস ধরে গ্রেট মার্চ অব রিটার্ন নামের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ইসরায়েল ও মিসর কর্তৃক আরোপিত অবরোধ ও ফিলিস্তিনিদের নিজ ভূমিতে যাওয়ার অধিকারের দাবিতে এই বিক্ষোভ পালন করা হচ্ছে।