ইরানে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপিত ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল খাতে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। পেট্রোলিয়াম ইকোনমিস্ট সাময়িকীর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

GettyImages-1125752701-e1567853319143

জ্বালানি বিষয়ক সাময়িকী পেট্রোলিয়াম ইকোনমিস্ট ইরানের তেল মন্ত্রণালয়ের এই ঊর্ধ্বতন সূত্রের বরাতে জানায়, উভয় দেশের নতুন চুক্তির মধ্যে বড় ধরনের এই বিনিয়োগের বিষয়টি অন্যতম ইস্যু। আগস্টের শেষ দিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের চীন সফরে এই বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। এছাড়া ইরানের তেল ও শিল্প অবকাঠামো খাতে ১২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন।

খবরে বলা হয়েছে, চুক্তি কার্যকর শুরু হওয়ার পর থেকে পরবর্তী পাঁচ বছরে এই বিনিয়োগ সম্পন্ন হবে। উভয় পক্ষ সম্মত হলে একই সময়ে আরও বিনিয়োগ করা হতে পারে।

এই বিনিয়োগের বিপরীতে ইরান চীনা কোম্পানিকে যে কোনও টেন্ডারে অগ্রাধিকার দেবে। বিশেষ করে তেল, গ্যাসক্ষেত্র ও পেট্রোকেমিক্যাল প্রকল্পে অগ্রাধিকার পাবে চীনা কোম্পানি। এছাড়া চীনা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানে ৫ হাজার নিরাপত্তা কর্মকর্তা পাঠাবে বেইজিং।

চুক্তি অনুসারে, ইরানের কাছ থেকে কম মূল্যে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য কিনতে পারবে চীন। পণ্য কেনার দুই বছর পর্যন্ত মূল্য পরিশোধের সুযোগ থাকবে। পণ্যের দাম চীনের মুদ্রা ইউয়ান বা বেইজিংয়ের পক্ষে মুনাফা করা সম্ভব এমন সহজ মুদ্রায় পরিশোধ করা যাবে।