ইসরায়েলে জোট সরকার গঠনের দায়িত্ব পেলেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী

ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এই দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজকে। ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলো। জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

_109352730_057502882

বুধবার জেরুজালেমে প্রেসিডেন্ট রুবেন রিভলিন সবপক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়া নেতানিয়াহু জোট সরকার গঠনেও ব্যর্থ হয়েছেন। গান্তজের দলকে নিয়ে তার জাতীয় সরকার গঠনের উদ্যোগও সফল হয়নি। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ ও গান্তজের ব্লু অ্যান্ড হোয়াইট ৩৩টি আসনে জয় পায়। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন।

প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছেন গান্তজ। তিনি বলেন, সবার প্রত্যাশা রাজনৈতিক বিশৃঙ্খলার সমাধান। একটি উদার ঐক্য সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।

যদি গান্তজও নেতানিয়াহুর মতো জোট সরকার গঠনে ব্যর্থ হন তাহলে তৃতীয় কোনও ব্যক্তিকে এই দায়িত্ব দিতে পারে পার্লামেন্ট। সেই ব্যক্তিও যদি ব্যর্থ হন তাহলে আরেকটি নির্বাচন আয়োজন করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, লিকুদ ও ব্লু অ্যান্ড হোয়াইট দলের নেতারা জোট গঠনের আলোচনার জন্য রবিবার বৈঠকে বসবেন। গান্তজ একদিন কথা বলবেন ডানপন্থী সেক্যুলার পার্টির সঙ্গে। মঙ্গলবার বৈঠকে বসবেন বামপন্থী লেবার গেশের ও ডেমোক্র্যাটিক ক্যাম্পের সঙ্গে।

লিকুদ পার্টি সূত্র জানিয়েছে, তাদের আশঙ্কা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গান্তজ সংখ্যালঘু জোট সরকার গঠন করতে পারেন।