ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

8787

গাজার একটি নিরাপত্তা সূত্র জানায়, শনিবার সকালে হামাস ও তাদের মিত্রদের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামাসের অবস্থান লক্ষ্য করে তাদের বৃহৎ অভিযান পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল হামাসের নৌঘাঁটি, একটি সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আহমেদ আল-শেহরি (২৭)। তবে নিহত ব্যক্তি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা জানানো হয়নি।

গাজা উপত্যকা থেকে হামলা ও পাল্টা হামলার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি।

হামাসের একটি সূত্র জানায়, ইসরায়েলি হামলায় অংশ নেওয়া বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। ইসরায়েলের সেনাবাহিনীও গাজা থেকে গুলি ছোড়ার কথা নিশ্চিত করেছে।

শুক্রবার গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দশটি রকেট নিক্ষেপের পর ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে আটটি রকেট ভূপাতিত করেছে।