টুইটারের বৈশ্বিক ট্রেন্ডে ‘ফ্রি প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করার পরপরই টুইটারের বৈশ্বিক ট্রেন্ড তালিকায় উঠে এসেছে ‘ফ্রি প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ।

thumbs_b_c_b43f3b36ff4a525eed0981816a6fcb5b

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়েছে, ট্রাম্প পরিকল্পনা উন্মোচন করার অল্প সময়ের মধ্যেই ৬০ হাজার টুইট করা হয়েছে। এসব টুইটে ফ্রি প্যালেস্টাইন (#FreePalestine) হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা হয়।

ট্রাম্পের এই পরিকল্পনার অংশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির সূত্র ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ফিলিস্তিনিরা বারবার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে।

ট্রাম্পের এই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও অবিভক্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পূর্ব জেরুজালেমের কোনও স্থানে ফিলিস্তিনের রাজধানী স্থাপনের কথা বলা হয়েছে এই পরিকল্পনায়। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার বাতিল, জর্ডান উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে দেওয়ার কথা বলা হয়েছে।