ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে পিষলো ইসরায়েলি সেনারা (ভিডিও)

গাজার খান ইউনিস এলাকায় সীমান্ত বেষ্টনীর কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রবিবার সকালে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা রবিবার জানায়, দক্ষিণ উপকূলীয় অঞ্চলের খান ইউনিসের সীমান্ত বেষ্টনীর কাছে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ফিলিস্তিনি নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর মরদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে থাকে।

ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, নিহতের হাতে কোনও অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নিহতের নাম মোহাম্মদ আলি আল নাইম (২৭) বলে জানিয়েছে। নিহতকে তাদের সংগঠনের সদস্য বলে দাবি করেছে তারা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সীমান্ত বেষ্টনীতে বোমা পুঁতে রাখার সন্দেহভাজন এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, গাজা উপত্যকায় দুই সন্ত্রাসী বোমা পুঁতে রাখতে অগ্রসর হচ্ছিল। সেনারা তখন তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন নিহত হয়।