উপদেষ্টা করোনা আক্রান্ত, কোয়ারেন্টিনে নেতানিয়াহু

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হওয়া থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। সোমবার তার এক উপদেষ্টা করোনায় আক্রান্ত হলে তিনি এই সিদ্ধান্ত নেন। দেশটির সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।

netanyahu_gesture_1



ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ৭০ বছরের নেতানিয়াহু এর আগে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সোমবার তার নেসেট বিষয়ক উপদেষ্টা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলে পুনরায় পরীক্ষা করান এবং কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। একই সঙ্গে তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।

সোমবার পর্যন্ত ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৭। এরমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জনের অবস্থা গুরুতর।