তুরস্কে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে ১ জুন

করোনাভাইরাস মহামারিতে স্থগিত হওয়া তুরস্কের অভ্যন্তরীণ বিমান চলাচল ১ জুন শুরু হচ্ছে। করোনা ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিকতায় ফেরার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

20200422_2_42043471_54168047

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইমাইলোগলু জানান, মাসব্যাপী ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে।

তিনি জানান, ইস্তানবুলে প্রথম ফ্লাইট আসবে আঙ্কারা, ইজমির, আনতালিয়া শহর ও রাবজন প্রদেশ থেকে। অন্যান্য শহরেও ধীরে ধীরে বিমান চলাচল শুরু হবে।  

তুরস্কে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১২০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৮৯ জনের।