করোনায় হজযাত্রা বাতিল করলো ৭ দেশ

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে এবার হজে অংশ না নেওয়ার ঘোষণাকারী দেশের সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত অন্তত সাতটি দেশ এ বছরের হজযাত্রা বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনাই। এছাড়া আরও কয়েকটি দেশে হজযাত্রা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

new-1561291570126

এই বছরে হজ চাঁদ দেখার ভিত্তিতে ২৮ জুলাই শুরু হওয়ার কথা। শেষ হবে ২ আগস্ট সন্ধ্যায়। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য বছরে একবার হজপালন করা বাধ্যতামূলক (ফরজ)।






সৌদি কর্তৃপক্ষ এখনও এই বছরের হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সরকারি সূত্রকে উদ্ধৃত করে পশ্চিমা সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সৌদি কর্তৃপক্ষ সবকিছুই বিবেচনা করছে। এরমধ্যে রয়েছে এবারের হজ বাতিল করা কিংবা প্রতীকী উপায়ে আয়োজন করা।
বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ হজ নিয়ে সৌদি আরবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ২০১৯ সালে ২৫ লাখ মানুষ হজ পালন করেছিলেন। সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ, আরব নিউজ