বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। বৈরুতের গভর্নর মারওয়ান আব্বৌদ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ রয়েছে। এদের বেশিরভাগই বিদেশি শ্রমিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_113872874_3d76c37a-dc9a-4afd-a7ca-6877ce18183b

বিস্ফোরণের পর লেবানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ সোমবারও অব্যাহত রয়েছে।  গভর্নরের কার্যাল যখন বিস্ফোরণের বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করছে তখন রাজপথে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ছে।

বিক্ষোভের মুখে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ দেশটির আইনমন্ত্রী সোমবার পদত্যাগ করেছেন। তবে এতেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের আগে সোমবার দুপুরেও নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গভর্নর আব্বৌদ জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। নিখোঁজ রয়েছেন ১১০ জন। নিখোঁজদের বড় একটি বিদেশি শ্রমিক ও লরি চালক। ফলে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

লেবাননের সেনাবাহিনী বন্দরে উদ্ধার অভিযান সমাপ্ত করার কথা জানিয়েছে। উদ্ধার অভিযানে কোনও বেঁচে যাওয়া ব্যক্তিকে আর পাওয়া যাচ্ছে না।