তুরস্কের মার্কিন ঘাঁটি আমিরাতে নিতে চান বিন জায়েদ

আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নিউ খালিজ টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

2013_9_12-Mohamed-bin-Zayed-Al-NahyanecA9nXADugjW5xqtf4lwAD925Aa9ol6S
আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র শনিবার এই তথ্য জানিয়েছে। এই পরিকল্পনার মধ্য দিয়ে আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে।
গোয়েন্দা সংবাদ বিষয়ক ট্যাকটিক্যাল রিপোর্ট জানিয়েছে, বিন জায়েদ মনে করেন, আবুধাবি অন্যান্য সবকিছুর চাইতে কৌশলগত অবস্থানে নিজেকে নিয়ে যেতে যায়। এরমধ্যে রয়েছে বিন জায়েদ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কও।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক প্রকল্পে সহযোগিতা বাড়াতে চাইছে বিন জায়েদ।
মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টমাস ক্যাম্পবেল বলেছেন, তুরস্কের ইনকারলিক বিমানঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।