ইরানে হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত খুঁজছেন। বৃহস্পতিবার টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

4bvg8d2100b1a41sg12_800C450

জাওয়াদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বি-৫২ বোমারু বিমান উড়িয়ে এবং মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়ে শত শত কোটি ডলার খরচ করছেন।

তিনি আরও বলেন, ইরান কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রকাশ্যে ও সরাসরি জনগণ, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা করবে।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার সুনির্দিষ্ট কোনও সময়সীমা নেই। পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতেই হবে।