সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা রাখছেন মুসল্লিরা।

সৌদি আরবের পাশাপাশি জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনেও মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

দুনিয়াজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিয়াম সাধনার মাস রমজান পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

নিজ দেশের নাগরিক ও বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান এবং এমবিএস নামে পরিচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে সৌদির দুই প্রধান মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

সৌদি আরবের দুই প্রধান মসজিদের দায়িত্বে থাকা শেখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মসজিদের প্রেসিডেন্সি এবং ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত অন্যান্য সংস্থা পূর্ব সতর্কতা ও সুরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

এর আগে দুই পবিত্র মসজিদে রমজান মাসে ওমরাহ এবং নামাজ আদায়ের জন্য অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এবারের রমজানে ই’তিকাফ এবং ইফতারের আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজনই শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ওমরাহ পালন এবং নামাজ আদায় করতে পারবেন।

সৌদি সরকারের ইসলামিক সম্পর্ক, আহ্বান ও পরামর্শ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ ড. আবদুল লতিফ আল শেখ। তিনি জানিয়েছেন, সারাদেশের সব মসজিদে ৩০ মিনিটের মধ্যে তারাবিহ আদায়ের বাধ্যবাধকতা থাকবে। সূত্র: আরব নিউজ, গালফ নিউজ।