নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতাকারীকে শনাক্তের দাবি ইরানের

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা পরিচালনাকারীকে শনাক্তের দাবি করেছে দেশটির দেশটির গোয়েন্দা সংস্থা। শনিবার সন্দেহভাজন ওই নাশকতাকারীর ছবিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, রেজা কারিমি নামের ওই ব্যক্তি নাশকতার ঘটনার আগেই বিদেশে পালিয়ে গেছে। তবে আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে রেজা কারিমির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি একটি লাল কার্ডে ইন্টারপোল ওয়ান্টেড লেখা কার্ডে রয়েছে। এতে তার বয়স ৪৩ বছর উল্লেখ করা হয়েছে।


রবিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। পরে জাতীয় পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানান, এটি ছিল নাশকতা এবং নাশকতার ক্লু পাওয়া গেছে।

নাশকতার নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে ইরানি কর্মকর্তারা ওই সময় দাবি করেছিলেন।

যদিও ইসরায়েল এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যমে কিছু কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে, যারা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

যদিও ইসরায়েল এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যমে কিছু কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে, যারা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

সবমিলিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে অনেক দিন ধরে চলা অঘোষিত ছায়াযুদ্ধ এখন উদ্বেগজনকভাবে তীব্র হয়ে উঠেছে বলে প্রতীয়মান হচ্ছে।