বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার তাদের ওয়েবসাইটে জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, তবে আমিরাত থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী ফ্লাইট চলবে।

এর আগে গত ভারত থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।