গাজায় আহতদের উদ্ধারে  অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে মিসর

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আহত ফিলিস্তিনি নাগরিকদের জন্য দশটি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে মিসর। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব অ্যাম্বুলেন্সে বহন করা ফিলিস্তিনিদের মিসরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এরমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৩৯ জন এবং পশ্চিম তীরে ১১ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ২২ নারী এবং ৪০ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে আরও ৯৫০ জন। পাল্টা প্রতিরোধ হিসেবে হামাসের রকেট হামলায় অন্তত আট ইসরায়েলি নিহত হয়েছে।

আহত ফিলিস্তিনিদের উদ্ধারে যাওয়া মিসরের অ্যাম্বুলেন্সগুলো রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে পাঁচ দিন বন্ধের পর এই ক্রসিং সোমবার খুলবে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে প্রস্তুত রাখা হয়েছে মিসরের তিনটি হাসপাতাল।