ছবিতে রবিবারের গাজা-ইসরায়েল সংঘাত

২০১৪ সালের গাজা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। রবিবার ভোরে গাজাবাসীদের ঘুম ভাঙে ইসরায়েলি বিমান হামলায় বোমাবর্ষণের শব্দে। এর আগে রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ' রকেট ছোড়ে হামাস।

চলমান সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর এই হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছে।

৪০ মিনিটে ৪৫০ ক্ষেপণাস্ত্র, গাজার ভোরের আকাশে যেন ইসরায়েলের আতসবাজি উৎসব

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, রবিবার একটানা চল্লিশ মিনিট ধরে রকেট বর্ষণ চলেছে হামাসের ঘাঁটি লক্ষ্য করে।

উত্তর গাজার ১৫০ জায়গায় একই সঙ্গে চালানো হয়েছে হামলা। ১৬০টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নিয়েছে। 

তখনও ভাল করে ফোটেনি ভোরের আলো। এই সময়েই শুরু হয় এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্করতম হামলা।

আধো অন্ধকার আকাশে আতসবাজির মতো জ্বলতে থাকে ক্ষেপণাস্ত্র। তবে হামলার লক্ষ্য যতই হোক হামাসের ঘাঁটি, লাগাতার এই যুদ্ধবিমানের তলায় বাস করা গাজার প্রতিটি মানুষও আতঙ্কে কাঁপছে।

হামাস যতই হামলা চালাক, ইসরায়েলের আকাশের এক অদৃশ্য বলয় যেন তাদের রক্ষা করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ‘আয়রন ডোম সিস্টেম‘ তৈরি করেছে ইসরায়েল, যা তাকে রক্ষা করছে হামাসের রকেটগুলো থেকে।