গাজার সবচেয়ে প্রাণঘাতী দিন গেছে রবিবার

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুরুর পর গতকাল রবিবার গাজায় সবচেয়ে বেশি প্রাণঘাতী দিন গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ইসরায়েলি বিমান হামলায় এদিন ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা গত সপ্তাহ ধরে তিন হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আরও সংঘাত এই অঞ্চলকে অনিয়ন্ত্রিত সংকটের দিকে ঠেলে দিতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘ মহাসচিবের আহ্বান সত্ত্বেও সোমবার ভোরে গাজার কয়েকটি এলাকায় অন্তত ৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তার কিছুক্ষণ আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক রটেক নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

জাতিসংঘ সতর্ক করে আরও বলেছে গাজায় তেল সংকটের কারণে হাসপাতাল এবং অন্য স্থাপনাগুলোর বিদ্যুৎ চলে যেতে পারে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জাতিসংঘের ডেপুটি স্পেশাল কো-অর্ডিনেটর লিন হ্যাস্টিংস জানিয়েছেন, তারা গাজায় তেল এবং অন্যান্য সরঞ্জাম প্রবেশ করতে দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। তবে তাদের বলা হয়েছে এটা নিরাপদ নয়।

গাজার কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ইসরায়েলি বিমান হামলায় ১৬ নারী, ১০ শিশুসহ অন্তত ৪২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে গত সপ্তাহের সোমবার সংঘাত শুরুর পর থেকে রকেট হামলায় দুই শিশুসহ দশ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। এর মধ্যে ৫৫ শিশু ও ৩৩ নারী রয়েছেন। আহত হয়েছে এক হাজার ২৩০ জনের বেশি। ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে বহু মিলিটান্ট (ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের এই নামেই ডাকে ইসরায়েল) রয়েছে।