গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাত। টানা হামলার ৮ম দিন সোমবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের কমান্ডার হুশাম আবু হারবিদ নিহত হয়েছেন। সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হারবিদ ইসরায়েলের বেসামরিক নাগরিদের একাধিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী হামলার নেপথ্য ব্যক্তি।

হারবিদ নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা ইসরায়েলের উপকূলীয় শহর আশদদ লক্ষ্য করে রকেট ছোড়েছে।

সোমবার গাজা শহরে একটি প্রাইভেট কারে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আগের রাতে গাজা থেকে ৬০টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হামাসের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে ইসলামিক জিহাদ। নিহত হারবাইদ উত্তর গাজায় সংগঠনটির সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন।
গত সোমবার শুরু হওয়া চলমান সংঘর্ষে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৮ শিশু রয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক ফিলিস্তিনি। গাজা থেকে ইসরায়েলে ছোড়া হামাসের রকেটে দুই শিশুসহ নিহত হয়েছে ১০ জন।